দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্য তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকে। পুরো ভারতজুড়েই রয়েছে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা। তবুও ব্যক্তিজীবনে এখনও সিঙ্গেল এই তারকা।
৪৪ বছর বয়সী প্রভাসের বিয়ে নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। প্রায়সময়ই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে নানার প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এই তারকার পুরাতন একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।
যেখানে প্রভাস জানান, ব্যক্তিজীবনে অনেক নারী তাকে প্রত্যাখ্যান করেছেন। ওই সাক্ষাৎকারে দেখা যায়, সঞ্চালক প্রভাসের কাছে জানতে চান- কখনো কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছেন কি না? জবাবে প্রভাস বলেন, ‘অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দারুণ চর্চায় পরিণত হয়েছেন ৪৪ বছর বয়সি প্রভাস। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একজন লেখেন, ‘হ্যাঁ, তৃষা কৃষ্ণান তাকে প্রত্যাখ্যান করেছিল।’ কেউ কেউ বলছেন, ‘আনুশকা শেঠি তাকে প্রত্যাখ্যান করেছিলেন।’
ব্যক্তিজীবনে দীর্ঘদিন আনুশকা শেঠির সঙ্গে প্রেম করেছেন প্রভাস। বহুবার তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে দুজনের কেউই এ বিষয়ে কখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
যদিও ৪২ বছর বয়সি আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।’
বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা।