প্রযুক্তির দুনিয়াকে কার্যত উল্টেপাল্টে দিয়েছে একটি আবিষ্কার। বাতাসে কান পাতলেই এখন ওপেনএআইয়ের এই চ্যাটবট চ্যাটজিপিটির চর্চা। হবে নাই বা কেন! কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে কী না পারে চ্যাটজিপিটি! জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এক মুহূর্তে সেরে দিতে পারে সব। জটিল অঙ্ক, কোডিং থেকে দুর্দান্ত সাহিত্য, সবই লিখে দিতে পারে এক নিমেষে।
ইতিমধ্যেই কাড়াকাড়ি পড়ে গিয়েছে চ্যাটজিপিকে নিয়ে। মাইক্রোসফ্ট থেকে অ্যাপল, স্ন্যাপচ্যাট থেকে হোয়াটসঅ্যাপ, চ্যাটজিপিটির পরশ পেতে মুখিয়ে রয়েছে বিভিন্ন ছোট বড় অ্যাপ। এরই মধ্যে চ্যাটজিপিটির প্রতিপক্ষ বাজারে আনতে উঠেপড়ে লেগেছে গুগল। নিজস্ব এআই চ্যাটবট বানাতে চাইছেন এলন মাস্কও।
তবে এত জনপ্রিয়তা বা বিতর্ক সব কিছু সঙ্গে নিয়েই উদ্ভাবনে কিন্তু পিছিয়ে নেই ওপেনএআই।চ্যাটজিপিটিতে ওপেনএআই ব্যবহার করেছিল জিপিটি 3 ল্যাঙ্গুয়েজ মডেল। প্লাস সাবস্ক্রাইবারদের জন্য ছিল জিপিটি 3.5 মডেল। এবার সেখান থেকে এক ধাপ এগিয়ে জিপিটি-4 নিয়ে এল ওপেনএআই। নতুন এই এলএলএমে মিলতে চলেছে আরও উন্নত এআই সাপোর্ট।
ওপেন এআইয়ের নতুন এই ল্য়াঙ্গুয়েজ মডেলটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় নতুন জোয়ার আনতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জিপিটি-4 আদতে একটি লার্জ মাল্টিমোডাল মডেল, যা শুধু টেক্সট ইনপুটই নয়, আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ইমেজকেও ইনপুট হিসেবে গ্রহণ করে। যার ফলে বিভিন্ন ক্ষেত্রে আরও মানুষের মতো পারফর্মেন্স আশা করা যেতে পারে এই মডেলের কাছ থেকে।
আরও বেশি কাজের, আরও বেশি সৃষ্টিশীল ও ভরসাযোগ্য হতে চলেছে নতুন এই মডেল। আরও বেশি নিখুঁত ভাবে ইউজারদের নির্দেশ বুঝে সেই মতো আউটপুট দিতে পারবে জিপিটি-4 মডেল।
পাশাপাশি আরও ভালো ভিস্যুয়াল ইনপুট দেবে নয়া এই ল্যাঙ্গুয়েজ মডেল। শুধু টেক্সটি নয়, আউটপুটে টেক্সটের পাশাপাশি ফটো, ডায়াগ্রাম এমনকী স্ক্রিনশট পর্যন্ত তুলে দিতে পারে জিপিটি-4 ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি চ্যাটবট। ইতিমধ্যে সেই নমুনাও ইউজারদের সামনে তুলে ধরেছে ওপেনএআই। একটি ছবি ও টেক্সট নির্দেশ দিয়ে ছবিটি থেকে মজার ব্যাপারগুলি খুঁজে বের করতে বলা হয়েছিল। আর তা দক্ষ ভাবে করেও দেখিয়ে দিয়েছে নতুন এই মডেল।
তবে একেবারে নিখুঁত নয় নয়া এই মডেলও। এখনও পর্যন্ত পুরোপুরি ভরসাযোগ্য নয় এটি। বেশ কিছুটা হ্যালুসিনেশনের প্রবণতাও রয়েছে নয়া এই মডেলের। তবে আগের ভার্সনগুলির থেকে কয়েকগুণ কাজের নতুন এই মডেল, এমনটাই জানিয়েছে ওপেনএআই।
নিশ্চয়ই ভাবছেন, কারা ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটির নয়া এই মডেল। ওপেনএআই জানিয়েছে, আপাতত প্লাস সাবস্ক্রাইবাররাই ব্যবহার করতে পারবেন নয়া এই ল্যাঙ্গুয়েজ মডেল। তবে সামান্য কিছু সংখ্যক ইউজারদের জন্য জিপিটি 4 মডেল ব্যবহারের সুযোগ করে দেওয়ার ভাবনা রয়েছে ওপেনএআই।