আওয়ামী লীগ সরকার র্যাবকে ‘কিলার বাহিনী’ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে র্যাবকে কিলার বাহিনী বানিয়েছে, তাদেরকে হত্যাকারী বানিয়েছে। এ বাহিনীর কর্মকাণ্ড আপনারা মিডিয়ায় দেখেছেন। তবে মিডিয়ার ওপর খবরদারি ও কড়াকড়ি থাকায় আপনারা সবকিছু দেখতে ও শুনতে পারেননি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী শহরের শেরে বাংলা রোডস্থ সুরাইয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন এই র্যাব বাহিনী গঠন করা হয়েছিল। মূলত বিভিন্ন রাষ্ট্রের স্পেশাল কমান্ডো ফোর্সের আলোকে র্যাব করা হয়েছিল এবং ওই সময়কালে এ বাহিনীর কর্মকাণ্ড এত সুন্দর ছিল ও এত গ্রহণযোগ্য ছিল যে, এতে সারাদেশে প্রশংসিতও হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার র্যাবকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল।
আলতাফ চৌধুরী বলেন, আমরা নির্বাচন চাই। কিন্তু শেখ হাসিনার মত নিশিরাতের ও বিনা ভোটের নির্বাচন চাই না। আমরা চাই, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। আর সেটা করতে হলে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। কারণ, আওয়ামী লীগ সরকার এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তাই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। তবে, সাজাতে বেশি সময় লাগবে না, যদি আমরা সকলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি।
এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদিকা জেসমিন জাফর, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসীন উদ্দিন প্রমুখ।