৯ম ধাপে ভাসানচর যাচ্ছে আরও ৭ শতাধিক রোহিঙ্গা।
দুপুরে তাদের প্রথম বহরটি ৮টি বাসে ৪১৪ জন রোহিঙ্গাকে নিয়ে উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ছাড়ে। বিকেলে আরও ২৮৯ জন রোহিঙ্গা রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে।
এ সময় রোহিঙ্গাদের বাসের সাথে ছিল অতিরিক্ত যান, অ্যাম্বুলেন্স ও সামনে-পিছনে পুলিশের নিরাপত্তা। ২৬৩ পরিবারের সদস্যদের নেয়া হয়েছে চট্টগ্রাম বোট ক্লাবে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছে। ওই বছরের নভেম্বরে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।
পিএসএন/এমঅাই