বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ছাত্রলীগ আলোচনা সভা, আনন্দ র্যালী ও কেককাটা অনুষ্ঠান পালন করেছে।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে খুলনা অাওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কেককাটা, ছাত্রগণজমায়েত ও নগরীতে আনন্দ র্যালি বের করে ছাত্রলীগ।
নগর ছাত্রলীগের সভাপতি শাহজালাল হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলার সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, যুবলীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম পলাশ প্রমুখ। আনন্দ শোভাযাত্রা যাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেককাটা হয়।