বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। এই অভিনেতা মুম্বাইয়ে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন।
যেখান থেকে দেখা যাবে আরব সাগরের সৌন্দর্য্য। প্রায় এক বছর ধরে চলছে এর ডিজাইনের কাজ।
নির্মাণরত বাড়ির এক ঝলক শেয়ার করেন ইন্টেরিয়র ডিজাইনার অঙ্কুর খোসলা। এই পোস্টটি ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত।
জানা যায়, মুম্বাইয়ের সাগরমুখী এই ডুপ্লেক্স প্রায় ৫৬ কোটি টাকা দিয়ে কিনেছেন অভিনেতা শাহিদ কাপুর। এটির সরকারি রেজিস্ট্রেশন করতে খরচ হয়েছে আরও ২ কোটি ৯১ লাখ টাকা।
অভিনেতা বিল্ডিংয়ে যে ফ্ল্যটেটি কিনেছেন তার নাম ‘থ্রী সিক্সটি ওয়েস্ট’। এই বিল্ডিংয়ের ৪২ এবং ৪৩ তম ফ্লোরেই শাহিদের ফ্ল্যাটটি।
ভারতীয় সংবামাধ্যমের খবর, ৪২৭.৯৮ স্কয়ার মিটারের বাড়ির ভেতরে ৩০০.৪৮ স্কয়ার মিটার। এছাড়া ফাকা জায়গা এবং ব্যালকনি রয়েছে মিলিয়ে রয়েছে ৪০.৮৮ স্কয়ার মিটার।
শাহিদ এবং মীরা দম্পতির ঘর আলো করে রেখেছে দুই সন্তান। তাদের দুই সন্তানের নাম মিশা ও জৈন। তারা স্বপরিবারে মুম্বাইয়ের জুহুতে বসবাস করেন।
পিএসএন/এমঅাই