ইউক্রেন যুদ্ধের জন্য আরও ৩ লাখ রিজার্ভ সৈন্য তলবের ঘোষণায় আতঙ্কে দেশ ছাড়ছেন অনেক রুশ নাগরিক। যুদ্ধ এড়াতে সীমান্ত এলাকায় যুবকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকে শুধু পাসপোর্ট নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়েছেন। খবর বিবিসির।
গত বুধবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণে পুতিন‘আংশিক সেনা সমাবেশ’করার ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। ‘যেকোনো উপায়ে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা’ করার হুমকি দিয়ে ইউক্রেনে লড়াইয়ের জন্য ৩ লাখ রিজার্ভ সেনা সমাবেশের ঘোষণা দেন তিনি।
এ ঘোষণার পর থেকে অনেক রুশ নাগরিক আতঙ্কে রয়েছেন। অনেকে সীমান্ত পার হতে গাড়ি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছেন।
তবে তা অস্বীকার করেছে ক্রেমলিন। জানিয়েছে, যুদ্ধের জন্য উপযুক্ত যুবকদের দেশত্যাগের হিড়িকের খবর অতিরঞ্জিত।
পিএসএন/এমঅাই