বহুদিন ধরেই বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে গুঞ্জন। বলা চলে, বিনোদন জগতে এটি ওপেন সিক্রেট। তবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও আকার ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে দিয়েছেন, তারা সম্পর্কে রয়েছেন। সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন সালমান খানও।
‘সিকান্দার’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা। নায়ক-নায়িকার বয়সে ব্যবধান ৩১ বছর, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে সালমানের মন্তব্য, “নায়িকার কোনও সমস্যা হচ্ছে না, তাহলে আপনার কিসের সমস্যা? এরপর রাশমিকার বিয়ে হয়ে যাবে। তার সন্তান হবে। তারাও বড় হয়ে চলচ্চিত্রে কাজ করবে। মায়ের কাছ থেকে তারা এ বিষয়ে অনুমতি তো পেয়েই যাবে। আমি তাদের সঙ্গেও অভিনয় করতে চাই।”
রাশমিকা সম্পর্কে সালমান আরও বলেন, “ও নিজের সেরা অভিনয়টা করেছে। ‘পুষ্পা ২’-এর জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত শুটিং করত। তারপর রাত ৯টায় আমাদের ছবির শুটিং করতে আসত। সকাল সাড়ে ৬টা পর্যন্ত আমাদের শুটিং চলত। পরের দিন ফের ‘পুষ্পা ২’-এর শুটিং-এ যেত।”
অসুস্থতা নিয়েও কাজের প্রতি একাগ্রতা দেখিয়েছেন রাশমিকা। তাই নায়িকার প্রশংসায় সালমান বলেন, “ওর পা ভেঙে গিয়েছিল। তারপরেও শুটিং করেছে। তাকে দেখে আমার নিজের কথাই মনে পড়ে যায়।” সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস