জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উপলক্ষে করা করোনা পরীক্ষায় দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ জেলা প্রশাসকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
‘জেলা প্রশাসক সম্মেলন-২০২২’ উপলক্ষে সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ডিসিদের আমরা নির্দেশনা দিয়েছি তাদের গানম্যান, গাড়িচালক এবং তাদের সঙ্গে যারা আসবেন সবাইকে অবশ্যই আরটি পিসিআর পরীক্ষা করে আসতে হবে। এরই মধ্যে দুজন বিভাগীয় কমিশনার এবং পাঁচজন জেলা প্রশাসকের করোনা শনাক্ত হয়েছে।’
পরীক্ষায় রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনারের করোনা ধরা পড়েছে। কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসির করোনা শনাক্ত হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘একদিকে ভালো হয়েছে, পরীক্ষা করানোর কারণে এরা শনাক্ত হয়েছেন, না হয় এরা শনাক্ত হতেন না।’
পিএসএন/ এএপি