খুলনার দৌলতপুর থানাধীন কবির বটতলা এলাকা থেকে ২৯ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
১৯ এপ্রিল সকালের দিকে পরিচালিত অভিযানে বিএল কলেজ বাইপাস সড়কের বাসিন্দা নুর ইসলাম ওরফে রাজীব আহম্মেদ (২৭), পিতা- মোঃ মোতালেব ফকিরকে আটক করা হয়
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মাদক সরবরাহকারীদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।