বিগত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪১ জন ও মহিলা ১৯ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আরো ৩ জন।
জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, ১৬ এপ্রিল সকাল ৮ টা হইতে ১৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট ৩৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ আসে ৬০ টি। বর্তমানে কোভিড হাসপাতালে অবস্থান করছেন ৩৬ জন এবং আইসিইউ তে আছে আরো ৬ জন।
নতুন শনাক্ত ৬০ জনের ভেতরে ৩৯ জন খুলনা সদরের, ১ জন কয়রার, ৬ জন পাইকগাছার, ১ জন ডুমুরিয়ার, ১ জন ফুলতলার, ৬ জন দিঘলিয়ার, ১ জন তেরখাদার, ১ জন রূপসার এবং ৪ জন বটিয়াঘাটার। মৃত ৩ জনই খুলনা সদরের বাসিন্দা। গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪ জন এবং সুস্থ হয়েছেন ১০ জন।
করোনার শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০৬ জন,করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ১৩০ জন।