চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মামলায় রিমান্ডে থাকা নির্বাচন কমিশনের (ইসি) অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর বয়ান উদ্দিন পুলিশকে জানিয়েছেন, ২০ হাজার টাকার বিনিময়ে ইসির আরেক ডেটা এন্ট্রি অপারেটর জয়নাল আবেদীনের বাসায় রোহিঙ্গাদের ভোটার বানাতেন তিনি। এর আগে শুক্রবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকা থেকে বয়ানকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
প্রতিষ্ঠানটির উপকমিশনার ফারুক উল হক বলেন, গ্রেফতার ইসির কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বয়ানের নাম ওঠে আসে। জবানবন্দিতে বলা হয়- ইসির আরেক ডেটা এন্ট্রি অপারেটর জয়নাল আবেদীনের সঙ্গে পরিচয় ছিল বয়ানের। ২০১৭ সালে জয়নালের মাধ্যমে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অস্থায়ী ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে যোগ দেন বয়ান। ফারুক উল হক আরও বলেন, জয়নালের সঙ্গে নগরের লাভলেনে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আসা-যাওয়া করতেন বয়ান।
রোহিঙ্গা দালাল নজিবুল্লাহ ও আবসারুল্লাহর মাধ্যমে জয়নালের বাসায় রোহিঙ্গাদের ভোটার করতেন বয়ান। এ জন্য প্রতি সপ্তাহে জয়নাল তাকে ২০ হাজার টাকা করে দিতেন। জয়নাল এখন জামিনে রয়েছেন। উল্লেখ্য, এনআইডি জালিয়াতি মামলায় ১৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ছয়জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
পিএসএন/এমঅাই