২০২৩-২০২৪ অর্থবছরে ২ লাখেরও বেশি স্থানীয় এবং বিদেশী পর্যটক সুন্দরবন পরিদর্শন করেছে, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন থেকে সরকারকে ৩.৬১ কোটি টাকা আয় করতে সহায়তা করেছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
আলাপকালে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, ২৬২২ বিদেশীসহ মোট ২,১১,০৫৭ জন পর্যটক সুন্দরবন পরিদর্শন করেছেন।
তিনি বলেন, বন বিভাগ ২০২৩-২০২৪ অর্থবছরে ২.৬১ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা ২০২২-২০২৩ অর্থবছরে ৩০ শতাংশ কমেছে।
তিনি আরও বলেন, বন বিভাগ পুরানো সাতটি দিয়ে চারটি পর্যটন স্পট বাড়িয়েছে। নতুন চারটি স্পট হলো- শরণখোলা রেঞ্জের আলিবান্ধা, চাঁদপাই রেঞ্জের আন্দরমানিক, খুলনা রেঞ্জের শেখেরটেক ও কৈলাশগঞ্জ। পুরাতন স্পটগুলো হলো কোটকা, কচিখালী, দুবলারচর, হিরণপয়েন্ট, হারবাড়িয়া, কলাগাছিয়া ও করমজল।
সুন্দরবনকে কেন্দ্র করে অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটনের জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, “পর্যটন মানুষকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করে। একই সঙ্গে একটি দেশের অর্থনীতিতে পর্যটন একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। খুলনার ঐতিহাসিক স্থানগুলোকে সবার কাছে উপস্থাপন করতে হবে।”