খুলনা ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের দ্বারা দখল করা সর্বশেষ প্রধান শহরগুলির মধ্যে একটি। ১৯৭১ সালের ৩ এপ্রিল খুলনা বেতার কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র) একটি ভয়াবহ যুদ্ধ হয়, তখন এম জয়নুল আবেদীন সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন।
তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) এর সুবেদার মেজর আবেদীন একেবারে শুরুতেই মুক্তিযুদ্ধে যোগ দেন এবং সেদিনই খুলনা রেডিও স্টেশনের যুদ্ধে শাহাদাত বরণ করেন।
মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর খুলনায় মুজিব বাহিনীর (বিএলএফ) কমান্ডার এসকে কামরুজ্জামান টুকু (৭৮) বাসসের সাথে একান্ত সাক্ষাৎকারে রেডিও স্টেশনে পাকিস্তান দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “পাকিস্তান সেনাবাহিনীর ঢাকায় ক্র্যাকডাউনের পর, আমরা এখানে ছাত্র, শ্রমিক, পেশাজীবী এবং জনসাধারণকে খুলনা-ঢাকা মহাসড়ক এবং রেললাইনসহ বিভিন্ন সড়ক ব্যারিকেড করে শত্রুদের অগ্রগতি ঠেকাতে লগি, ইট-পাথর দিয়ে ব্যারিকেড করার আহ্বান জানিয়েছিলাম।”
১৯৭১ সালের ২৯ মার্চ পাকিস্তানি সেনারা ২১৬টি কনভয় নিয়ে খুলনার দিকে অগ্রসর হয়, বেশ কয়েকটি স্থানে ক্যাম্প স্থাপন করে এবং খুলনা শহর থেকে দুই কিলোমিটার দূরে গালিয়ামারী এলাকায় তৎকালীন খুলনা বেতার কেন্দ্র দখল করে।
“আমরা ১৯৭১ সালের ৩১শে মার্চ রূপসা থানাধীন নৈহাটি স্কুলে সেক্টর-৯ এর কমান্ডার মেজর এম এ জলিল, সুবেদার মেজর এম জয়নুল আবেদীন এবং এ অঞ্চলের অন্যান্য মুক্তিযুদ্ধ সংগঠকদের উপস্থিতিতে সেনা অবস্থানে আক্রমণ করার পরিকল্পনা করি। ” ।
৩ এপ্রিল মধ্যরাতে সুবেদার মেজর জয়নুল আবেদিনের নেতৃত্বে প্রায় ২৫০ জন মুক্তিযোদ্ধা (এফএফ) উত্তর দিক ছাড়া তিন দিক থেকে রেডিও স্টেশনে অবস্থানরত পাকিস্তান বাহিনীকে আক্রমণ করে।
আমার নেতৃত্বে একটি এফএফ গ্রুপও পাকিস্তানি সেনা অবস্থানে গুলি চালায়। তিনি আরো বলেন, ছাত্রনেতা জাহিদুর রহমান জাহিদ, মোশাররফ হোসেন, হাবিব ও মোসলেমসহ অন্যরা আমাদের সঙ্গে ছিলেন।
আবেদিন রেডিও স্টেশনের দিকে অগ্রসর হওয়া বেশ কয়েকটি সেনা কনভয়কে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, টুকু বলেন।
তিনি আরও বলেন, আবেদিন সিটি কলেজের ছাত্রাবাস এলাকার কাছে অত্যন্ত সাহসের সাথে লড়াই করেছিলেন, ৭৪ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছিলেন এবং তাদের কনভয়গুলিকে ধ্বংস করে দিয়েছিলেন শাহাদাত বরণ করা পর্যন্ত, ঠিক তখন সূর্য আকাশে তার আভা ছড়িয়ে দিগন্ত থেকে উঁকি দিচ্ছিল।
ভেজা চোখে টুকু বলেন, ওই রাতে আমার দলের দুই সহযোদ্ধা হাবিব ও মোসলেমও শাহাদাত বরণ করেন।
মুক্তিযোদ্ধারা আরও দুই ঘণ্টা যুদ্ধ চালিয়ে একপর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মাটির বীর সন্তান আবেদীনকে যেখানে তিনি নিহত হন সেখানে দাফন করা হয় এবং হাবিব ও মোসলেমকে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও লেখক এস এম বাবর আলী তার ‘স্বাধীনতার দুর্জয় অভিজান’ গ্রন্থে খুলনা বেতার কেন্দ্রের যুদ্ধকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।
বাসসের সাথে আলাপকালে আলী তথ্যের ভিত্তিতে বলেন, আবেদিনের গর্ভবতী স্ত্রী হতবাক হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন, তার ভ্রূণের ক্ষতি করে এবং পরে মারা যান।
আবেদিনের শাহাদতের কয়েক বছর পর, খুলনার তৎকালীন জেলা প্রশাসকের নেতৃত্বে সুবেদার মেজর জয়নুল আবেদিন স্মৃতি পরিষদ যেখানে আবেদিনকে হত্যা করা হয়েছিল সেখানে যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ সহ একটি স্মৃতিফলক উন্মোচন করেন।
সুত্র- বাসস