দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা ‘কোরিয়ান এয়ার’। দেশটির ইনচেয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শনিবার বিকেল ৪টা ৪৫ নাগাদ তাইওয়ানের উদ্দেশে রওনা দেয় এ সংস্থার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ইন্টারন্যাশনাল বিমানটি।
তারপরেই হঠাৎ তীব্র বেগে নিচের দিকে নামতে শুরু করে বিমানটি। আইল্যান্ডের ওপর দিয়ে যাওয়ার সময়ে ঘটে এ ঘটনা। ১২৫ যাত্রী নিয়ে মাত্র পাঁচ মিনিটে ২৫ হাজার ফুট নাচে নেমে যায় বিমানটি। যাত্রীরা প্রথমে ভেবেছিলেন, বিমান বুঝি কোনো এয়ারপকেটে পড়েছে। খবর ফক্স বিজনেসের
দ্য ইন্ডিপেনডেন্টের দাবি, ১৫ মিনিট ধরে বিমানের নিচের দিকে নামার সাক্ষী থাকেন যাত্রীরা। ১৫ মিনিটের মধ্যে ২৭ হাজার ফুট নিচে নামে বিমানটি। জরুরি ভিত্তিতে ইউটার্ন নিয়ে আবার ইনচেয়ন এয়ারপোর্টেই বিমান নামিয়ে বড় বিপদ আটকান পাইলটরা। যদিও ততক্ষণে বেশ কয়েকজন যাত্রী রীতিমতো অসুস্থবোধ করতে থাকেন।
এয়ারপ্রেশারের কারণে অনেক যাত্রীর নাক থেকে রক্তও বেরোতে শুরু করে। কানে ব্যথা কিংবা হাইপারভেন্টিলেশনের মতো নানাবিধ অসুবিধা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ১৭ জনকে। ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কোরিয়ান এয়ার কর্তৃপক্ষ।