১০০ বছর পর হিমালয় থেকে নিখোঁজ হওয়া এক পর্বতারোহীর পায়ের অবশিষ্টাংশসহ একটি বুট পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ে জমে থাকা বরফ পাতলা হয়ে তুষারের নিচে চাপা পড়ে থাকা পর্বতারোহীদের মৃতদেহ আবিষ্কারের ঘটনা ঘটছে। খবর দ্য গার্ডিয়ানের।
ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারির চিত্রগ্রহণকারী পর্বতারোহীদের একটি দল গত মাসে এভারেস্টে একটি সংরক্ষিত বুটে হোঁচট খায়। হিমবাহের ওপরের বরফ গলে তা বেরিয়ে আসে। বুটটিতে উলের মোজার ওপর সেলাই করা ‘এ. সি. আরভিন’ লেখা ছিল। ফলে সেটি নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহী অ্যান্ড্রু কমিন স্যান্ডি আরভিনের বলে ধারণা করা হচ্ছে। যদিও তাঁর পরিবার আরভিনকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তাঁর পরিবারের সদস্যরা দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের প্রস্তাব দিয়েছে।
বিখ্যাত অভিযাত্রিক জিমি চিন এই টিমের নেতৃত্বে ছিলেন। এই মুহূর্তকে তিনি স্মরণীয় ও আবেগঘন বলে আখ্যা দিয়েছেন। ১৯২৪ সালে তাঁর সঙ্গী জর্জ ম্যালোরিকে নিয়ে এভারেস্টে ওঠার পদক্ষেপ নিয়েছিলেন আরভিন। এর পর থেকেই নিখোঁজ ছিলেন এই যুগল। ১৯৯৯ সালে ম্যালোরির দেহাবশেষ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন আরভিন। আরভিন যখন এভারেস্টের চূড়ায় ওঠার মিশনে গিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর।