আওয়ামী লীগের উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি বহিষ্কৃত ‘বিতর্কিত’ নেতা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল (৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখায় (জিআর) অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ সাজেদা লতা। তবে অভিযোগপত্র বিষয়ে এখনও কোনও আদেশ হয়নি।
হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা আরও পৃথক তিনটি মামলা রয়েছে। বর্তমানে সব মামলায় জামিনে আছেন তিনি।
গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাওয়া গেছে।
এছাড়া ক্যাসিনো সরঞ্জাম আর হরিণের চামড়া উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পিএস/এনআই