পুরো এক দিন বন্ধ থাকার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্বল্প পরিসরে আবারও ফ্লাইট চালু হয়েছে এবং আশা করা হচ্ছে, আজ(২২মার্চ) থেকে পুরোপুরি স্বাভাবিক সেবা ফিরবে।
এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো বিমানবন্দর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো জানায়, বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় তারা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণেই তারা কার্যক্রম বন্ধ করে দিতে হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর্যাডার২৪ জানায়, বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব অন্তত এক হাজার ৩৫১টি ফ্লাইটের ওপর পড়বে। ১২০টি ফ্লাইটকে অন্যত্র অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় প্রায় দুই লাখ যাত্রী দুর্ভোগে পড়েন। শুক্রবার পুরো দিনজুড়ে ফ্লাইট বাতিল ছিল, আর বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম লন্ডনের হেইসের নর্থ হাইড প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ার পর অনেক ইনবাউন্ড ফ্লাইট ইউরোপের অন্যান্য বিমানবন্দরে নামতে বাধ্য হয়।
বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই দুঃখ প্রকাশ করে বলেন, এটি আমাদের বিমানবন্দরের জন্য সবচেয়ে বড় ধরনের বিভ্রাটের একটি। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না।
এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুনের পেছনে কোনো ধরনের সন্দেহজনক কারণ পাওয়া যায়নি।
হিথ্রো প্রায় ৯০টি দেশ ও অঞ্চলের ২০০-এর বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। গত বছর এটি রেকর্ড ৮৪ মিলিয়ন যাত্রী পরিবহন করে।