যশোরে ধানকাটতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে আহসান হাবিব (৩৫) নামে এক শিক্ষক মারা গেছেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এটা হিটস্ট্রোক নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক।
স্কুলের প্রধান শিক্ষক এজেডএম মাসুদ পারভেজ জানান, সকালে মাঠে ধান কাটতে যান শিক্ষক আহসান হাবিব। সেখানে অসুস্থ হয়ে পড়লে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ীতে ফেরেন। এরপর পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এলাকায় কেউ কেউ এটিকে হিটস্ট্রোক বলে প্রচার করছে।
তবে, চিকিৎসকরা এটিকে সাধারণ স্ট্রোক বলে দাবি করেছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী আহসান জানান, হিটস্ট্রোকে যে ধরনের লক্ষণ থাকে তা ছিল না। এটা সাধারণ স্ট্রোক জনিত মৃত্যু।