হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার নৃত্য পরিচালক আজিজ রেজা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেক নৃত্য পরিচালক হাবিব রহমান।
মঙ্গলবার (২ জুলাই) হাবিব রহমান বলেন, আজিজ রেজা ভাই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তিনি। সফলভাবে অস্ত্রোপচারও হয়েছে। তার হার্টে একটি রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে রয়েছেন। কথাও বলতে পারছেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা। ঢালিউড ইন্ডাস্ট্রির অসংখ্য কাজের বাইরে টালিউডেও কাজ করেছেন তিনি।
চলচ্চিত্রাঙ্গনে নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর মাধ্যমে অভিষেক হয় আজিজ রেজার। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রসিয়া বন্ধু’ সিনেমায় আমির হোসেন বাবুর সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এরপর এম এ মালেক পরিচালিত ‘তুফান মেঘ’ সিনেমায় এককভাবে নৃত্য নির্দেশনা দেন। আর এ সিনেমার মাধ্যমেই সবার কাছে গ্রহণযোগ্যতা পান আজিজ রেজা।
নৃত্য পরিচালনায় দেশ পেরিয়ে বিদেশেও বিস্তৃত রয়েছে আজিজ রেজার কর্মপরিধি। কলকাতার ১৯টি সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন। এই নৃত্যের মাধ্যমেই বিশ্বের একুশটির বেশি দেশ ভ্রমণ করেছেন তিনি। আবার তার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছে অনেকের। এদের মধ্যে একজন ঢালিউড সুপারস্টার শাকিব খান।