হারল্যান সাম্প্রতিক প্রত্যেকটি জেলায় নতুন নতুন ব্র্যান্ড শোরুম চালু করেছে, খুলনার রয়েল মোড় সংলগ্ন হারল্যান শপ থেকে পণ্য কিনে ২য় পুরুঙ্কার লুফে নিয়েছেন খুলনার বাসিন্দা উম্মে কুলসুম।
খুলনার নিজখামার এলাকার বাসিন্দা তিনি। হারল্যান বাংলাদেশের নতুন ব্রান্ড হওয়ায় ২য় রোজা থেকে কুপণের মাধ্যমে উপহার দেওয়া শুরু করে প্রত্যেকটি আউটলেটে ১০০০ টাকার উপরে পণ্য ক্রয় করলে একটি স্ক্র্যাচ কার্ড এর মাধ্যমে। খুলনা রয়েল মোড় এর পাশে হারল্যান আউটলেট থেকে উম্মে কুলসুম পণ্য ক্রয় করে জিতে নিয়েছে ২য় পুরুঙ্কার।
এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক নিরব ও চিত্র নায়িকা দিঘী। প্রধান অতিথিরা বক্তব্যে বলেন দ্বিতীয় রোজা থেকে কুপনের মাধ্যমে উপহার দেওয়া শুরু হয়। প্রত্যেকটা আউটলেটে ১০০০ টাকার উপরে পণ্য ক্রয় করলে একটি স্ক্রাচ কার্ড এর মাধ্যমে পুরুঙ্কার প্রদান করা হচ্ছে। আমরা খুলনাতে আসতে পেরে অনেক খুশি, মানুষ্ আমাদেরকে এতো তারাতারি আপন করে নিবে ভাবিনি। দিঘী বলেন আমি খুলনাতে প্রথমবার এসেছি খুলনাতে এসে আমি অভিভূত। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারলেন রয়্যাল মোড় শোরুমের স্বত্বাধিকারী মহিদুল ইসলাম।
প্রধান অতিথিদের বক্তব্য শেষে উম্মে কুলসুমের হাতে তুলে দেন ২য় পুরস্কার গাড়ির চাবি।