শিক্ষক আর অভিভাবকরা প্রায়ই হাতের লেখা ভালো করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু সেই পরামর্শে কান না দেওয়ার ফল হাড়ে হাড়ে টের পেলেন এই ব্যক্তি।
ইংল্যাল্ডের হেস্টিংসের সেন্ট লিওনার্ডস এলাকার বাসিন্দা অ্যালান স্লাটারির ইচ্ছে ছিল ব্যাংক থেকে কয়েক হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার। পরিকল্পনা অনুযায়ী একটা হুমকি চিঠি লিখে এক ব্যাংক কর্মীর হাতে দেন তিনি। কিন্তু অ্যালানের হাতের লেখার মর্মার্থ বের করতে না পেরে ওই ব্যাংক কর্মী তা এক পাশে সরিয়ে রাখেন।
এই অস্বাভাবিক সমস্যার মুখোমুখি হয়ে অ্যালানকে খালি হাতেই ফিরতে হয়। সাক্সেস পুলিশ এই ঘটনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
পরে ওই ব্যাংক কর্মী চিঠির মানে বুঝতে পেরে পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।
তারপরও অবশ্য অ্যালনকে শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে অন্য আরেকটি ব্যাংকে একইভাবে হুমকি চিঠি দিলে ওই ব্যাংকের কর্মীরা তাকে পুলিশে ধরিয়ে দেয়।