হাঁচি আমাদের শরীরের প্রতিরক্ষাব্যবস্থারই একটি অংশ। যখন ব্যাকটেরিয়া বা অন্যকোনো ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করার চেষ্টা করে তখন ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে এদের শরীর থেকে বের করে দেয় হাঁচি। হাঁচির পর আল্লাহর শুকরিয়া করার (আলহামদুলিল্লাহ বলার) শিক্ষা রয়েছে হাদিসে। একইভাবে হাঁচিদাতার আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলাকেও বাধ্যতামূলক করেছে ইসলাম। (বুখারি: ৬২২৬)
প্রশ্ন হলো- নামাজে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেললে কি নামাজ ভেঙে যাবে? এর উত্তর হলো ‘না’। এতে নামাজ ভাঙবে না। তবে অন্যের হাঁচির জবাব দিলে নামাজ নষ্ট হয়ে যাবে।
নিজে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে নামাজ নষ্ট হয় না। যদিও ইচ্ছাকৃতভাবে নামাজে এমনটি করা ঠিক নয়। নামাজ সেভাবেই পড়া উচিত, যেভাবে হাদিস-আসারে শিক্ষা দেওয়া হয়েছে।
(আলমুহিতুল বুরহানি: ২/১৪৭; খুলাসাতুল ফতোয়া: ১/১২০; ফতোয়ায়ে তাতারখানিয়া: ২/২১৭; তাবয়িনুল হাকায়েক: ১/৩৯৩)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পূর্ণ ইখলাসের সঙ্গে যথাযথ নিয়মে আদায় করার তাওফিক দান করুন। নামাজের যাবতীয় মাসালা-মাসায়েল জেনে নেওয়ার তাওফিক দান করুন। আমিন।