বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা হরতালে দিনের শুরুতে রাজধানীর বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২৯ অক্টোবর) সকালে দেড় ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস রাজধানীর তিন স্থানে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৯টা ৬ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
সকাল ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুর টাউন হল বাজারের পাশে ‘পরীস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তখন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের নিরাপত্তায় আগুন নেভায়।
সকাল সাড়ে ১০টায় তাঁতিবাজার মোড়ে ‘বিহঙ্গ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের নিরাপত্তায় আগুন নেভায়।