এক দশক ধরে স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে শ্বাসকষ্টে ভুগছেন এমন একজন নারী অবশেষে নতুন এক ইমপ্লান্টের মাধ্যমে আবার শ্বাস নিতে ও ঘুমাতে পেরেছেন।
স্লিপ অ্যাপনিয়া এমন এক রোগ, যার ফলে শ্বাসনালী শিথিলের পাশাপাশি ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় রোগীর।
যুক্তরাজ্যের পূর্ব সাসেক্স কাউন্টির রবার্টসব্রিজ গ্রামের বাসিন্দা নাটালি বোলার ১০ বছর ধরে প্রতি রাতে শ্বাস নিতে না পেরে বেশ কয়েকবার জেগে উঠেছেন।
বর্তমানে তিনি অস্ত্রোপচার ও একেবারে নতুন প্রযুক্তি পাওয়া দেশের প্রথম ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠেছেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ইমপ্ল্যান্টের মাধ্যমে বোলারের চিবুকের নীচে একটি চিপ ঢোকানো হয়েছে, যা স্নায়ুকে উদ্দীপিত করে এবং তাকে না জাগিয়েই শ্বাসনালী পুনরায় খুলে দেয়।
বোলার বলেছেন, “গত ১০ বছরের মধ্যে এই প্রথম ভালোভাবে পুরো রাত ঘুমাতে পেরেছি আমি ও আমার স্বামী।”
“আমাদের কোনও ধারণাই ছিল না যে ইমপ্ল্যান্টের পর কতটা পরিবর্তন হতে পারে। আমাদের কেবল তারা বলেছিলেন, সিস্টেমটি পুরোপুরিভাবে কাজ করতে কয়েক মাস সময় লাগতে পারে। তবে এটি ব্যবহারের প্রথম রাতেই এতো ভালো ফলাফল আমরা আশাই করিনি!”
চিকিৎসকরা বলছেন, চিকিৎসা না হলে স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত রোগীর অবস্থা খারাপ হতে পারে, এমনকি হৃদরোগের মতো জটিল শারীরিক অবস্থাও তৈরি হতে পারে তাদের।
ডিসেম্বরে ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটাল’-এ বোলারের অস্ত্রোপচার করেন কান, নাক, গলা ও ঘুমের সার্জন রায়ান চিন তাও চেওং। তিনি এখন বোলারের এই ইমপ্লান্টটি সক্রিয় করার বিষয়টি তদারকি করছেন।
“এটি সত্যিই স্লিপ অ্যাপনিয়ায় অস্ত্রোপচারের জন্য পরবর্তী প্রজন্মের চিকিৎসা,” বলেছেন চেওং।
“ইমপ্লান্ট সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে দেহের বিভিন্ন পেশীকে উদ্দীপিত হতে দেখবেন আপনি। এর মাধ্যমে জিহ্বাটিকে শ্বাসনালী থেকে উপরে ও বাইরের দিকে নড়াচড়া করতে পারবেন। ফলে রোগীর শ্বাস নেওয়ার বাধা দূর হবে।”
“দিনের বেলা ইমপ্লান্টটিকে একেবারেই দেখা যায় না। তবে রাতে আপনাকে যা করতে হবে তা হচ্ছে, এই স্টিকি প্যাডটির যেখানে চিপটি ঢোকানো হয়েছিল, এটিকে উপরের দিকে রেখে ঘুমিয়ে পড়তে হবে।”
বিবিসি লিখেছে, এ ইমপ্লান্টটি জিহ্বার হাইপোগ্লোসাল স্নায়ুকে উদ্দীপিত করে। যার মানে, বোলারের জিহ্বা শ্বাস নেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে নড়াচড়া করছে। ফলে তাকে না জাগিয়েই শ্বাসকার্য চালাচ্ছে এটি।
চিপটি সক্রিয় হওয়ার পর চিকিৎসকরা বলছেন, ভালোভাবে কাজ করতে এর কয়েক সপ্তাহ সময় লাগবে এবং আরও কয়েকবার বোলারকে আমাদের কাছে আসতে হবে। তবে এর ফলাফল এরইমধ্যে খুব আশাব্যঞ্জক।