শরণখোলা প্রতিনিধি.
বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষক ও শিক্ষার্থীদের ও স্মার্ট হতে হবে। বুধবার সকালে শরণখোলা উপজেলা সদরের ঐতিহ্যবাহী রায়েন্দা, খোন্তাকাটা, ধানসাগর, সাউথখালি সম্মিলিত (আরকেডিএস) বালিকা বিদ্যালয়ের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ একরাম হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান।প্রধান অতিথি তার বক্তব্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, শুধু জিপিএ ৫ নয়, শিক্ষার্থীদের একজন মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। প্রধান অতিথি ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।