৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছে ল্যান্ডমাইন শনাক্তে পটু খেতাবপ্রাপ্ত ইঁদুর মাগাওয়া। মাগাওয়া ব্রিটিশ সেনাবাহিনীতে ল্যান্ড মাইন শনাক্তের কাজ করতো। খবর স্কাই নিউজের।
মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে মাগাওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্কাই নিউজ।
স্কাই নিউজ জানিয়েছে, ৫ বছরের ঈর্ষা জাগানিয়া ক্যারিয়ারে মাগাওয়া শনাক্ত করেছে ১০০ এর অধিক ল্যান্ড মাইন ও অন্যান্য বিস্ফোরক। ব্রিটিশ সেনাবাহিনীতে মাগাওয়াই প্রথম ইঁদুর যে ভূষিত হয়েছে পিডিএসএ স্বর্ণপদকে, যা ব্রিটিশ সেনাবাহিনীর জর্জ ক্রস খেতাবের এর সমতুল্য।
মাগাওয়া মূলত গাম্বিয়ান পাউচড র্যাট প্রজাতির ইঁদুর। মাগাওয়া তার ক্যারিয়ারের সবচেয়ে ভাল সময় পার করেছে কম্বোডিয়ায়, সেখানে সে ৭১টি ল্যান্ড মাইন ও ৩৮ টি অন্যান্য বিস্ফোরক শনাক্ত করেছে। ৫ বছরের ক্যারিয়ারে ২২৫০০০ স্কয়ার কি.মি. এলাকা মাইন ও অন্যান্য বিস্ফোরক মুক্ত করেছে হিরো র্যাট উপাধি পাওয়া মাগাওয়া।
২০২০ সালে পিডিএসএ স্বর্ণপদকে ভূষিত হয় মাগাওয়া। গত বছর তাকে অবসরে পাঠানো হয়। বর্তমানে মাগাওয়ার ব্যবহৃত ব্যাটনটি হস্তান্তর করা হয়েছে রনিন নামের আরেকটি ইঁদুরকে।
পিএসএন/এমঅাই