আর্টেমিস মিশনের জন্য রকেট কোম্পানি স্পেসএক্স ও ব্লু অরিজিনকে নতুন কার্গো ল্যান্ডার তৈরির নির্দেশ দিয়েছে নাসা। এ ছাড়া, সেইসব ল্যান্ডার ব্যবহার করে চাঁদে ভারী যন্ত্রপাতি বহনের পরিকল্পনা করার ঘোষণাও দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।
ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স-এর স্টারশিপ কার্গো ল্যান্ডার ব্যবহার করে চাঁদে একটি রোভার পাঠাতে চায় সংস্থাটি, তবে সেটা ২০৩২ সালের আগে বাস্তবায়নের ‘সম্ভাবনা কম’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।আর জেফ বেজোসের ব্লু অরিজিনের কাঁধে পড়েছে চাঁদের পৃষ্ঠে বাসযোগ্য জায়গা খোঁজার কাজ, যা ২০৩৩ সালের আগে বাস্তবায়নের সম্ভাবনা নেই।উভয় প্রকল্পই নাসা’র আর্টেমিস মিশনের অংশ, যার লক্ষ্য ফের চাঁদে নভোচারী পাঠানো।উভয় কোম্পানিই আর্টেমিস মিশনের ‘হিউম্যান ল্যান্ডিং সিস্টেম’ তৈরি করছে, যার মধ্যে স্পেসএক্স-এর সিস্টেম ব্যবহার হবে আর্টেমিস ৩ ও ব্লু অরিজিনের সিস্টেম ব্যবহার হবে আর্টেমিস ৫ মিশনে।
পরবর্তীতে নাসা উভয় কোম্পানিকে ল্যান্ডারগুলোর জন্য কার্গো তৈরির নির্দেশ দিয়েছে, যার মাধ্যমে চাঁদের পৃষ্ঠে প্রায় ১২ টন থেকে ১৫ টন পর্যন্ত ভরের বিভিন্ন যন্ত্র ও অন্যান্য সামগ্রী বহন করা সম্ভব।নাসা বলছে, তারা সামনের বছরের শুরুর দিকে স্পেসএক্স ও ব্লু অরিজিনের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা পাঠাবে।
“চাঁদে ল্যান্ডার তৈরির জন্য দুটি কোম্পানিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ক্রু ও কার্গো অবতরণের সক্ষমতায় নতুন মাত্রা যোগ হবে, যেখানে চাঁদে মিশন পরিচালনা করার নতুন বৈজ্ঞানিক সুযোগ মিলবে,” ঘোষণায় বলেছেন নাসার ‘মুন টু মার্স’ প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর স্টিফেন ডি. ক্রিচ।