রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের গুঞ্জন এর আগে একাধিকবার ছড়িয়েছে। সম্প্রতি রণবীরের মন্তব্যের জেরে বিয়ে বিচ্ছেদের গুঞ্জন বি টাউনে। অভিনেতা লিখেছেন দীপিকা তার নাগালের বাইরে চলে যাচ্ছে!
মাস ছয়েক আগে মা হয়েছেন দীপিকা। তার কিছু দিন আগেই সিনেমার শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। এবার একটু একটু করে কাজের ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই, প্যারিসে আন্তর্জাতিক একটি ফ্যাশন শো-তে যোগ দিয়েছেন তিনি। সেই ছবি ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দীপিকা, সেখানে রণবীরের মন্তব্যের জেরে এমন বিচ্ছেদের গুঞ্জন।
সাদা রিবড কোট সঙ্গে কালো স্টকিংস, মাথায় বড় টুপি, হাতে চামড়ার মোজা আর মানানসই হিল। এই পোশাকে নেট দুনিয়া মাতিয়েছেন তিনি। নায়িকার ঠিক পিছনে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। দীপিকা মাঝে মোটা হয়ে গেলেও এই ছবিতে দেখা গেছে বেশ ছিমছাম। রূপের মায়ায় কাবু করেছেন অনুসারীদের।
কন্যার আরবি নাম রেখেছেন দীপিকা-রণবীর, জানা গেল কারণ
অভিনেত্রীর অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন। বাদ যাননি রণবীরও। দীপিকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রসিকতা করে লেখেন, “দেবী, আমার প্রতি প্রসন্ন হও!”
অভিনেত্রীর স্বামীর এমন মন্তব্যে নেটিজেনরা কটাক্ষ লিখেছেন, ‘কখনও অভিনয়ের দাপটে, কখনও রূপের দাপটে স্বামীকে নাকানিচোবানি খাওয়াচ্ছেন দীপিকা।’ ভক্তরা মনে করছেন, প্রকাশ্যে নিজের অসহায়তার কথা জানাতে বাধ্য হলেন রণবীর।