সম্প্রতি যুক্তরাজ্যে এমন এক নতুন ‘স্ক্যাম ডিটেকশন’ টুল চালু হয়েছে, যেখানে ব্যবহারকারী কোনো সন্দেহজনক টেক্সট, ইমেইল বা ওয়েবসাইটের স্ক্রিনশট আপলোড করে যাচাই করতে পারবেন, সেটি নিরাপদ কি না।
নতুন এ টুলের নাম ‘আস্ক সিলভার’, যা হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে। আর সন্দেহ জাগানিয়া যোগাযোগ ব্যবস্থাটি জাল কি না, এআই প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক বিশ্লেষণ করেই তা বলে দিতে পারে এটি।একবার টুলটি সেটআপ করার পর ব্যবহারকারীকে এটি জানিয়ে দেবে, তার সন্দেহে থাকা ইমেইল, টেক্সট বা ওয়েবসাইটটি নিরাপদ কি না। এমনকি এর পরবর্তী ধাপগুলো নিয়েও পরামর্শ দেবে টুলটি, যার মধ্যে রয়েছে স্ক্যাম নিয়ে রিপোর্ট করার বিষয়টিও।
এ টুলের নির্মাতাদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে জালিয়াতি সুরক্ষাবিষয়ক অলাভজনক সংগঠন ‘গেট সেইফ অনলাইন’, যার লক্ষ্য হল, এটি সবার জন্য চালু করে অনলাইন স্ক্যাম থেকে কীভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করা।যুক্তরাজ্যের ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানিগুলোকে বিভিন্ন স্ক্যামে ৮৫ হাজার পাউন্ড (এক লাখ ১০ হাজার ডলার) পর্যন্ত অর্থ হারানো গ্রাহকদেরকে ভর্তুকি দেওয়া বাধ্যতামূলক করার নীতিমালা কার্যকর হওয়ার পরপরই এই টুল চালু হল।
এ বিষয়ে গেট সেইফ অনলাইনের প্রধান নির্বাহী টনি নিট বলেছেন, “বিভিন্ন ব্যাংকের জন্য নতুন শর্ত আনার পরও এমন কেলেঙ্কারি প্রশ্নে সবার সতর্ক থাকা অপরিহার্য।”“এ নতুন টুলটি বিপ্লবী। আর আমরা সবাইকে আস্ক সিলভার ডাউনলোড করে নিজেদের হোয়াটসঅ্যাপ কনটাক্ট লিস্টে সেইভ করে রাখার পরামর্শ দিচ্ছি।”“এটা ব্যবহার করা খুব সহজ। আর যেহেতু এটা স্ক্যাম থেকে আপনাকে বাঁচাবে, তাই একে অপছন্দ করার কিছু নেই।”
আস্ক সিলভারের প্রতিষ্ঠাতা অ্যালেক্স সোমারভেল বলেছেন, “এই ডিজিটাল যুগ, যেখানে স্ক্যামিংয়ের ধরন আরও পরিশীলিত হচ্ছে ও স্ক্যামাররাও আগের চেয়ে অভিজ্ঞ, সেক্ষেত্রে আমাদের অবশ্যই লোকজনকে এমন টুল দিয়ে ক্ষমতায়ন করতে হবে, যা তাদের সুরক্ষা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ভয় ছাড়াই বাঁচার, শপিং করার ও কোনো কিছু কেনার সুযোগ দেবে।”