খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, সাধারণ মানুষ সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে না পারলে সরকারকে জবাব দিতে হবে। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন তো ভোটারদের নেজ্য অধিকার কেড়ে নেওয়া হয় নাই। তখন মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে গেছে, কোন ভোটারকে বাধা সৃষ্টি করা হয়নি। তখন সাধারণ ভোটারের মুখে একটি কথাই ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আজ এই কথাটি সাধারণ ভোটাররা ভুলে গেছে। প্রধানমন্ত্রীর কাছে আমার একটি অনুরোধ যে আপনি আপনার প্রশাসনকে বলুন এলাকায় এলাকায় যে মাইকিং করে বলুক যে আপনাদের অন্য দায়-দায়িত্ব আমরা নিব কোন সমস্যা হবে না আপনার ভোটকেন্দ্রে যে নিরপেক্ষভাবে ভোট দিয়ে আসেন।
শুক্রবার সকাল ১০টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও জিন্নাপাড়া বউবাজার, মহির বাড়ি খালপাড়সহ ৩১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় একথা বলেন।
এ সময় সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল জুবায়ের, নগর জাতীয় পার্টির সভাপতি এড. মহানন্দ সরকার, নগর জাতীয় পার্টির সাধারণ আব্দুলাহ আল মামুন ও জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, শেখ মোঃ নাজমুল কবির সাদী, গাউছুল আজম, আশফাকুল ইসলাম সেলিম, তৈমুর হোসেন শাহিন, শেখ মোঃ তোবারক হোসেন তপু, প্রিন্স হোসেন কালু, মোস্তফা কামাল রিপন, কালা চান, নেয়ামত খান, অপূর্ব দত্ত নেকু, মাসুদ হাসান, খান, কামরুজ্জামান রজব, ফয়সাল, ইব্রাহিম, শহিদ হাওলাদার, গাজী মোশারফ, প্রমুখ।