সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধানের জন্য দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তারা হলেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেব না।
এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সব শাখাসমূহের অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা ও অযোগ্যতাকে নির্মূল করতে যে কোনো পদক্ষেপ গ্রহণে সবাইকে পাশে পাবেন বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।
ওইদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেছেন, দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ।
তিনি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।
পিএসএন/এমঅাই