শরণখোলা প্রতিনিধি
সুন্দরবন সহ ব্যবস্থাপনার মাধ্যমে বন অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। তবে সুন্দরবন রক্ষায় এ মুহুর্তে বড় চ্যালেঞ্জ, কিছু অসাধু জেলের বিষ প্রয়োগ করে মাছ শিকার। তারা তাদের নিজেদের অজান্তেই ভয়ংকর সর্বনাশ করে চলছে। এই অপরাধ দমনে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি জেলেদের
নিবৃত্ত করতে হবে।
বুধবার (১১ জানুয়ারী) সকালে শরণখোলা অফিসার্স ক্লাবে শরণখোলা সহ ব্যবস্থাপনা কমিটির অর্ধ বার্ষিক সভায় ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এ কথা বলেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন, সহ ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান মিলন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শামসুল আরেফিন, শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মৎস্য কর্মকর্তা বিনয় কৃষ্ণ রায়, শরণখোলা থানার অফিসার ইনচার্জ একরাম হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন,
সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ওয়াদুদ আকন, কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, পিপলস ফোরামের সভাপতি আবু আসলাম তুহিন, সমাজ সেবক মাষ্টার শহীদুল ইসলাম খান, ইমরান হোসেন রাজিব পিপলস ফোরামের সেক্রেটারি মর্জিনা বেগম, সিপিজি সদস্য খলিল জমাদ্দার ও ইয়াসিন চাপরাশি।
বক্তারা, অভিব্যক্তি প্রকাশ করে বলেন, সুন্দরবন আমাদের মা’য়ের মতন। যে কোন দুর্যোগ ও দুর্বিপাক থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবনের কারনে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পাচ্ছি। তাই পরিবেশের ভারসাম্য ও জীবন রক্ষার জন্য সুন্দরবন রক্ষায় একযোগে কাজ করতে হবে।