বিপিএলে ঢাকায় প্রথম পর্বের পর সিলেট পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। বিপিএলের ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাট হাতে রানে এগিয়ে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। বল হাতে রেকর্ড গড়া তাসকিন সবার সেরা। দল হারলেও ভালো ব্যাটিং করে ছক্কার এগিয়ে আছেন ঢাকার তানজিদ তামিম।
বিপিএলে এখন পর্যন্ত সিলেট দুই ম্যাচে জিতেছে। ব্যাট হাতে দুটিতেই ভালো করেছেন জাকির হাসান। ৬ ম্যাচে তিনি ২৫১ রান করেছেন। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে যা সর্বোচ্চ রান।
বল হাতে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে কীর্তি গড়েন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জাতীয় দলের ডানহাতি এই ব্যাটার ১৪ উইকেট নিয়েছেন।
এবারের বিপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে ঢাকা ক্যাপিটালস। তবে দলটির ওপেনার তানজিদ তামিম রান পেয়েছেন। তিনি ৭ ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি ও ফিফটি পেয়েছেন। ৭ ম্যাটে ১৬টি ছক্কা মেরেছেন বাঁ-হাতি এই ব্যাটার। তার সমান ১৬ ছক্কা মেরেছেন ইয়াসির আলী রাব্বি ও পাকিস্তানের খুশদিল শাহ।