গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। এবার সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় ‘৮৪০’ দেখবে দর্শক।
বছরের প্রথম দিনে (বুধবার) চ্যানেলে আই প্রাঙ্গনে এক সম্মেলনে এ ঘোষণা দেয় সিনেমা সংশ্লিষ্টরা।
সিরিজ হিসেবে টেলিভিশনে মুক্তির বিষয়ে মুঠোফোন বার্তায় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘খুব ভালো লাগছে ছবিটা আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়াম। আমার উত্থান টেলিভিশনেই। এবং টেলিভিশনেই ৪২০ একসময় খুব জনপ্রিয় হয়েছিল। ৩টা টিভিতে যাবে পরপর ৮ দিন, ৮ পর্ব হিসেবে যাবে এইটা। পরপর ৮ দিন একটা সিরিজ চলা এইটাও একটা নতুন ঘটনা হবে। উৎসবের মতো হবে দর্শকদের জন্য আমি বিশ্বাস করি।’
‘৮৪০’ সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা। এর মধ্যদিয়ে প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে তার। এছাড়া সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভি-তে সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮ টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় ও দীপ্ত টিভিতে প্রচার হবে রাত সাড়ে ১০টায়। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে।
এসময় উপস্থিত ছিলেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।