অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ভারতীয় সিনেমার প্রতি ভালবাসা নতুন নয়। বিভিন্ন সময় তাকে দেখা গেছে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার গানে তাল মেলাতে। বিশেষ করে ‘পুষ্পা’ সিনেমার ‘শ্রীভাল্লি’ গানে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। এবার সেই প্রেম বাস্তব রূপ নিচ্ছে। সিনেমায় অভিষেক ঘটাতে চলেছেন এই অজি ওপেনার।
তেলুগু ভাষার সিনেমা ‘রবিনহুড’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে। এই সিনেমায় আরও অভিনয় করছেন তেলুগু সিনেমার জনপ্রিয় দুই তারকা নীতীন ও শ্রীলীলা। শুক্রবার (১৫ মার্চ) মুক্তি পেয়েছে সিনেমাটির নতুন পোস্টার, যেখানে পেশাদার অভিনেতার মতোই দেখা যাচ্ছে ওয়ার্নারকে। পোস্টারে তাকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’
এক্স (সাবেক টুইটার)-এ পোস্টারটি শেয়ার করে ওয়ার্নার নিজেই সিনেমায় পা রাখার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! ‘রবিনহুড’-এর অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত। শুটিংয়ের সময়টা দারুণ উপভোগ করেছি।’
সিনেমাটি পরিচালনা করছেন ভেঙ্কি কুদুমুলা। মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২৮ মার্চ। তবে ওয়ার্নারের চরিত্র নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাত মৌসুমে ৯৫ ম্যাচ খেলা ওয়ার্নার তেলেগু ভাষাভাষী অঞ্চলে দারুণ জনপ্রিয়। তার নেতৃত্বেই একমাত্র শিরোপা জেতে হায়দরাবাদ। এবারের আসরে যদিও কোনো দল তাকে দলে নেয়নি, তবে তেলেগুভক্তরা তাকে নতুন রূপে বড় পর্দায় দেখতে পেয়ে খুশিই হবেন।