নতুন বছর উদযাপনে মালদ্বীপ উড়ে গিয়েছিলেন অভিনেত্রী দিশা পাটানি। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। সাহসী পোশাকে ছবি পোস্ট করে কখনোই পিছপা হননা নায়িকা। তেমনি তাঁর গ্ল্যামারের ছটা এবং টোনড ফিগারে ঘায়েল নেটিজেন। অভিনেত্রীর বিকিনি লুকও থাকে হামেশাই চর্চায়। ফিটনেসে দারুণ সচেতন তিনি।
বরাবরই বিকিনিতে স্বচ্ছন্দ দিশা। রবিবাসরীয় সকালে গোলাপি বিকিনি পরে ইনস্টাগ্রামে নতুন একটি ছবি পোস্ট করেছেন দিশা। বেবি পিঙ্ক রঙের বিকিনিতে মিঠে রোদের ছটায় চকচক করছে নায়িকার ত্বক। জল থেকে উঠে ভিজে গায়ে ছবি পোস্ট করেছেন তিনি। দিশার এই ছবি নেটমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
দিশার এই ছবিতে একটি ফায়ার ইমোজি দিয়ে মন্তব্য করে প্রতিক্রিয়া দেখিয়েছেন এই নায়িকার প্রেমিক টাইগার শ্রফ।
এর আগে ছবিতে গোলাপী বিকিনি পরে জলের মধ্যে শরীর ভাসিয়ে রাখার দুটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা।
সদ্য সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আসন্ন ছবি ‘যোদ্ধা’র শ্যুটিং শেষ করেছেন তিনি। এই প্রথম নয়, এর আগেও বিকিনিতে দেখা গিয়েছে তাঁকে। প্রায়ই সুইমস্যুটে নিজের ওয়েল টোনড ফিগারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। বিকিনি হোক কিংবা মনোকিনি, দিশা পাটানি ঝড় তোলেন যে কোনও লুকে।
পিএস/এনআই