দেশের এক সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, যিনি ছোট পর্দার মিষ্টি ও প্রতিভাবান মুখ হিসেবে পরিচিত। আজকাল আর অভিনয়ে দেখা যায় না। অভিনয়ে বিরতি নিলেও তিনি আবারো নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে তার পথচলা শুরু হয়েছে, যেখানে তিনি বেশ সাফল্যও অর্জন করেছেন। তাছাড়া, সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি এখনো বেশ কার্যকর, যেখানে তার নতুন কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা পোস্ট ও আপডেট শেয়ার করেন।
প্রভার ব্যক্তিগত জীবন, বিশেষত সম্পর্কের বিষয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে। যার মধ্যে কিছু ছিল সুখকর, আবার কিছু ছিল তিক্ত অভিজ্ঞতা। বর্তমানে, জীবনসঙ্গী নিয়ে নিজের মত প্রকাশ করেছেন এই অভিনেত্রী- যা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্রিকেটার নাসির হোসেন ও অভিনেতা সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে প্রশংসা করলেন প্রভা। এই অভিনেত্রী মনে করেন, জীবনসঙ্গী হিসেবে সালমান ও নাসির তাদের স্ত্রীকে বেশ সম্মান করেন।
প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’
এরপর তিনি লেখেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’
তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি সেটা উল্লেখ করেননি এই অভিনেত্রী। এক্ষেত্রে ভক্তরা সংগীতশিল্পী শেখ সাদীকে অনুমান করছেন।
কারণ সম্প্রতি পরীমনির সঙ্গে তার গৃহকর্মীকে জড়িয়ে ঘটনায় নায়িকার পাশেই দাঁড়াতে দেখা গেছে শেখ সাদীকে। শোবিজাঙ্গনে বহুদিন ধরেই এই জুটির প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছে।