সাতক্ষীরার কালিগঞ্জ ও শহরের রসুলপুর এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৪৬ ভরি স্বর্ণের গহনা, ৪৬২ লিটার অবৈধ চোলাই মদ, ভারতীয় রুপি, চেকবই এবং প্রায় ১০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার ও অভিযানের বিস্তারিতগ্রেফতারকৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের শেখ ইয়াসিন আলী, বাথুয়াডাঙ্গা গ্রামের ওমাদ সরকার, মহৎপুর গ্রামের নবাব আলী এবং সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার আজহারুল ইসলাম (৫৩)।যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালিগঞ্জের এক ব্যবসায়ী বৈধ লাইসেন্স থাকলেও অবৈধভাবে মদ বিক্রি করছিলেন। তার তিনটি দোকানের মধ্যে একটি বৈধ এবং বাকি দুটি অবৈধ। তিনি মদ বিভিন্ন মুদি দোকান, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং জেলা ভিত্তিক বিভিন্ন গ্রুপের কাছে সরবরাহ করতেন।
এরপর যৌথ বাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে ১৭ লিটার দেশী মদসহ দুইজনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশ, ডিএসবি, ইউএনও এবং এসিল্যান্ড ঘটনাস্থলে উপস্থিত হলে মদের দোকানের মালিক জানান, স্টোরে ১৭০০ লিটার মদ মজুদ রয়েছে। তবে, পরিমাপে ২১৪০ লিটার পাওয়া যায়। এর মধ্যে ৪৪০ লিটার অবৈধ বলে স্বীকার করেন তিনি।
মদের দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের গহনা, ফাঁকা চেকবই ও স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো মাদক সেবীদের কাছ থেকে বন্ধক হিসেবে রাখা হয়েছিল। উদ্ধারকৃত স্বর্ণ স্থানীয় স্বর্ণকারের দোকানে পরিমাপ করা হয়।
অভিযান শেষে ৪৬২ লিটার অবৈধ বাংলা মদ, ৪৬ ভরি স্বর্ণ, ১৮টি চেকবই, ২০৪০ ভারতীয় রুপি, ফাঁকা স্ট্যাম্প ও চেক উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজনকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, একই রাতে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০ রাইফেল অ্যামো ও আনুমানিক ১০০ গ্রাম গান পাউডারসহ আজহারুল ইসলামকে গ্রেফতার করে। মেজর মো. মুশফিক আহমেদের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয় এবং উদ্ধারকৃত সামগ্রীসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এবং সদর থানার ওসি মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।এ অভিযানের মাধ্যমে সাতক্ষীরায় অবৈধ মদ ব্যবসা, মাদক সেবন এবং বেআইনি অস্ত্র মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।