প্রতিনিধি, শরণখোলা
বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়ার দু’দিন পরে জেলে মিরাজ হাওলাদারের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ( ১৪ মে) সকালে সুন্দরবনের টিয়ারচর এলাকার নদী তীর থেকে তার লাশ উদ্ধার করা হয় । সঙ্গীয় জেলেরা তার লাশ মোরেলগঞ্জের বারইখালী গ্রামের বাড়ীতে নিয়ে গেছে বলে বনবিভাগ সূত্রে জানাগেছে ।
নিহত জেলের বড় ভাই পলাশ হাওলাদার জানান, বৃহস্পতিবার বিকেলে পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচরের কাছে সাগরে ট্রলারের নোঙ্গর নদীতে ফেলার সময় পায়ের সঙ্গে দড়ি পেঁচিয়ে সে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ হয় । শনিবার সকাল ১০টার দিকে নদীর চরে ভাসমান অবস্থায় মিরাজের লাশ পাওয়া যায়। সে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের নাছির হাওলাদারের পুত্র।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম বলেন, সাগরে পড়ে জেলে মৃত্যুর খবর লোক মুখে শুনেছেন । তবে ঐ জেলেরা বন বিভাগ থেকে কোন পাশ গ্রহন করেনি বলে জানান তিনি।