খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ(৫৫) আজ শনিবার দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে কিডনি বিভাগ ও পরে ১৫ ডিসেম্বর আইসিইউতে নেয়া হয়। তার অবস্থার আরো অবনতি হলে গত বৃহস্পতিবার নগরীর আদদ্বীন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সিনিয়র সাংবাদিক হারুন-অর-রশীদের মরদেহ গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেয়া হয় এবং সেখানে জানাজা শেষে দাফন করা হয়।
এদিক সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।