খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সিনিয়র সদস্য ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেনের মাতা আয়েশা খাতুন (৭২) মঙ্গলবার দিবাগত রাতে বানরগাতিস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি….রাজিউন।
এস এম কামাল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতি দাতারা হলেন, ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
Leave a comment