সম্প্রতি ১১৮ বছরে পা দেয়া বিশ্বখ্যাত চলচ্চিত্র ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ তৈরি করেছে সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকা। বিশ্বের সেরা ৩০ জন চলচ্চিত্র সমালোচক, লেখক, নির্মাতা, অভিনেতা ও সম্পাদকের ভোটে তৈরি হয়েছে এ তালিকা। এ তালিকার শীর্ষ ১০ সিনেমা নিয়েই জানাবো এবার।
১৯৬০ সালে মাস্টার অব সাসপেন্স’খ্যাত আলফ্রেড হিচককের তৈরি ‘সাইকো’ যারা দেখেছেন, তারা সকলেই হয়েছেন বাকরুদ্ধ। সিনেমাটি সে সময় বক্স অফিসে আনে অসামান্য সাফল্য। সমালোচকেরাও প্রশংসায় মুখর হয়ে বলেন, এমন সিনেমাও হয়! এ সিনেমায় একটি বিখ্যাত শাওয়ারের দৃশ্য আছে, যার তুলনীয় দৃশ্য আজও খুঁজে পাওয়া কঠিন। ভ্যারাইটি ম্যাগাজিনের মতে, সর্বকালের সেরা সিনেমার প্রথম স্থান দখল করেছে ‘সাইকো’।
১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত মিউজিক্যাল ফ্যান্টাসি জনরার সিনেমা ‘দ্য উইজার্ড অব ওজ’। যৌথভাবে পরিচালনা করেন ভিক্টর ফ্লেমিং, কিং ভিডর, জর্জ কুকর ও নরম্যান টরোগ। সিনেমাটি সে সময় জিতে নিয়েছিল দুটি অস্কারও। মুক্তির এতো বছর পরও এই সিনেমার কদর আজও কমেনি। সর্বকালের সেরার তালিকায় দ্বিতীয় স্থানে আছে ‘দ্য উইজার্ড অব ওজ’।
মারিও পুজোর উপন্যাস অবলম্বনে ১৯৭২ সালে নির্মিত সিনেমা ‘দ্য গডফাদার’। ফ্রান্সিস কপোলার মাস্টারপিস এই সিনেমাটিকে বলা হয় মাফিয়া জগতের মহাকাব্য। মার্লন ব্র্যান্ডোর অসাধারণ অভিনয়, আলপাচিনোর অনবদ্য পারফর্মেন্সে তৈরি এ অসাধারণ সিনেমা, সমালোচকদের দৃষ্টিতে সর্বকালের সেরার তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, অরসন ওয়েলসের অভিনয় ও পরিচালনায় নির্মিত ‘সিটিজেন কেন’ রয়েছে এ তালিকার চতুর্থ স্থানে।
১৯৯৪ সালে মুক্তি পায় কোয়েন্টিন টারান্টিনোর সিনেমা ‘পাল্প ফিকশন’। দুর্দান্ত সংলাপ আর নাটকীয় মুহূর্তের সফল ব্যবহারে তৈরি সিনেমাটি। দুই হিটম্যানের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়, যা এখনও চলছে। ভ্যারাইটির তালিকার পঞ্চম স্থানে আছে পাল্প ফিকশন। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার ‘সেভেন সামুরাই’ সেরা সিনেমার তালিকায় রয়েছে ছয় নম্বরে।
১৯৬৮ সালে মুক্তি পায় সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘আ স্পেস ওডিসি’। পরিচালক স্ট্যানলি কুবরিকের এ সিনেমাটি রীতিমত কাল্ট এর মর্যাদা পেয়েছে। চলচ্চিত্রবোদ্ধারা এটিকে বিবেচনা করেছেন সর্বকালের সেরা সিনেমাগুলোর একটি হিসেবে। তালিকার সপ্তম স্থানে আছে এটি। ফ্রাঙ্ক ক্যাপ্রার পরিচালনায় ১৯৪৬ সালের সিনেমা ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ রয়েছে এ তালিকার অষ্টম স্থানে।
নির্মাতা জোসেফ এল মাঙ্কিউইচ এর ‘অল অ্যাবাউট ইভ’ সর্বকালের সেরা সিনেমার তালিকার নবম স্থান দখল করেছে। অভিনয় করেছিলেন ব্যাটি ডেভিস, মেরিলিন মনরো ও অ্যান বাক্সটার এর মতো তারকারা। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ১৯৯৮ সালের সিনেমা ‘সেভিং প্রাইভেট রায়ান’ রয়েছে এ তালিকার দশম স্থানে। সেরা পরিচালকসহ অস্কারে পাঁচটি পুরস্কার পেয়েছে সিনেমাটি। এছাড়া তালিকায় একমাত্র বাংলা ও ভারতীয় সিনেমা হিসেবে ৫৫ নম্বরে স্থান পেয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’।
পিএসএন/এমঅাই