জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ (রবিবার) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষার্থীর শরীর গঠনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। ক্রীড়ার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। পড়াশুনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। মন ভাল না থাকলে শরীর ভাল থাকবে না। শিক্ষার্থীর মনের বিকাশে সকল ধরণের খেলাধুলা করা প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।