পূর্ণ দৈর্ঘ্যের ওয়ানডে ম্যাচে সবচেয়ে কম রান করেও জয়ের বিশ্বরেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওমানের আল আমারাতে মাত্র ১২২ রান করেও ৫৭ রানের জয় পেয়েছে অভিবাসীদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।
যুক্তরাষ্ট্র ভেঙেছে ৪০ বছর আগে পাকিস্তানের বিপক্ষে ভারতের গড়া রেকর্ড। সেবার শারজাহতে ১২৫ রান করেছিল ভারত। পাকিস্তান অলআউট হয়েছিল ৮৭ রানে। কোন কারণে ওভার কমানো হয়নি এমন ওয়ানডে ম্যাচে যা ছিল রেকর্ড।
ওমানে আইসিসি মেন্স ক্রিকেট ওয়াল্ড কাপ লিগ-২ এর ম্যাচে যুক্তরাষ্ট্র ৩৫.৩ ওভারে ১২২ রান করে। দলটির পক্ষে ছয়ে নেমে মিলিন্ড কুমার সর্বোচ্চ ৪৭ রান করেন। অ্যারন জোন্স ও সঞ্জয় কৃষ্ণামূর্তি ১৬ করে রান যোগ করেন।
জবাবে ওমান ২৫.৩ ওভারে অলআউট হয়। তিনে নেমে দলটির হাম্মাদ মির্জা ২৯ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে ঢুকতে পারেননি।
ম্যাচে আরও দুটি রেকর্ড হয়েছে। দুই ইনিংসে দুই দল ৯ বোলার ব্যবহার করেছেন। নয়জনই ছিলেন স্পিনার। ওয়ানডে ইতিহাসে ৪৬৭১ ম্যাচ পর যে ঘটনা এবারই প্রথম ঘটলো।
এছাড়া ম্যাচে দুই দলের ২০ উইকেটের ১৯ উইকেটই নিয়েছেন স্পিনাররা। এক ব্যাটার রান আউট হয়েছেন। এর আগে ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের ১৯ উইকেট নেওয়ার রেকর্ড হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশের ১০ উইকেটই নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা।