পাকিস্তানের বেলুচিস্তানে একটি আধাসামরিক সীমান্ত চৌকিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত হয়েছেন। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স বলছে, শনিবার (১৬ নভেম্বর) ভোরে বেলুচিস্তান প্রদেশের কালাত জেলায় এই হামলা চালানো হয়।
প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে বাহিনীর আরও ১৮ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক ইমেইলে দাবি করেছে, তাদের যোদ্ধারাই এই হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে নিজেদের কার্যক্রম তীব্রতর করেছে বিএলএ।
গত সপ্তাহে বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় এই গোষ্ঠীর সদস্যরা। এতে বেসামরিক পোশাক পরিহিত ১৯ সৈন্যসহ অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। ওই সেনারা ছুটি কাটাতে বাড়ি ফেরার জন্য ট্রেনে চড়ার কয়েক মিনিট আগে এই হামলার শিকার হন।