বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ধর্মীয় কোনো সমস্যা নেই, যা আছে তা রাজনৈতিক। আওয়ামী লীগ এখন মানুষের সামনে দাঁড়াতে পারে না। তাই তারা সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। এটা আওয়ামী লীগের একটি কৌশল, অপচেষ্টা। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বছরের পর বছর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একসঙ্গে একটি গাছে অনেকগুলো ফুলের মতো আছি। তাদের উৎসবে আমরা যাই, আমাদের উৎসবে তারা আসে। আওয়ামী লীগ যখন আন্দোলনে সফল হতে পারে না, তখনই বলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। তারা বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ও কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম। পরে তিনি রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ শেষে সদর উপজেলার কাজীপাড়া, মথুরাপুর ও আরাজী পাইপাড়ায় ৫ আগস্ট সহিংসতায় নিহত চার নেতাকর্মীর বাড়িতে যান।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে ঠাকুরগাঁওয়ে নিজের বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় উপজেলার সিএসডি মোড়ে এক পথসভায় নেতাকর্মীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোনো রকম উচ্ছৃঙ্খলতা, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, আক্রমণ করতে দেওয়া যাবে না। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কারণ, ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে। এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। প্রতিহিংসা ভুলে শান্তিময় বাংলাদেশ গড়তে হবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম জনি, সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।