বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দুটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে। দু’দিন অনুশীলনের পর খেলবে ওয়ানডে সিরিজ। ২৪, ২৬ ও ২৮ নভেম্বর হবে ম্যাচগুলো। ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম তিন দিনের আর ৬ থেকে ৮ ডিসেম্বর হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ।
এ পর্যায়ের ক্রিকেটে ভালো খেলে শ্রীলঙ্কা। সেদিক থেকে বাংলাদেশি কিশোরদের জন্য চ্যালেঞ্জ থাকবে। অনূর্ধ্ব-১৭ দলের সফরে কোচ থাকছেন তুষার ইমরান।
এদিকে, এশিয়া কাপের আগের অনূর্ধ্ব-১৯ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। আরব আমিরাতে হবে এবারের আসর। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, টুর্নামেন্টের ভেন্যুতে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ।