শোকাবহ আগস্ট উপলক্ষে যশোরে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নেতৃত্বে শহরের গাড়িখানার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির কবু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপদপ্তর সম্পাদক অহেদুল ইসলাম তরফদার, সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু,জেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন খোকন, আনোয়ার হোসেন মোস্তাক, গোলাম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা পারভীন।
এছাড়া আরও উপস্শথিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম শাহীন, বর্তমান সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ, ইউপি চেয়ারম্যান শামীম রেজা, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।স