জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করবে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শুক্রবার (৮ নভেম্বর) এই র্যালি অনুষ্ঠিত হবে।
এই আয়োজন সফলভাবে বাস্তবায়ন করতে তিন সদস্যের কমিটি করেছে বিএনপি। এতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুকে সদস্য করা হয়েছে র্যালি বাস্তবায়ন কমিটিতে।
রোববার (৩ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টানা ১০ দিন কর্মসূচি পালন করবে দলটি।
দলের যৌথসভা শেষে সংবাদ কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের জন্য ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এদিনের ইতিহাস থেকে দূরে সরে রাখা হয়েছিল। তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচির মধ্যে ৭ নভেম্বর সকাল ৬টায় সারাদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, বিকেলে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে দলটি। ৬ নভেম্বর আলোচনা সভা, ৮ নভেম্বর রাজধানীতে র্যালি অনুষ্ঠিত হবে। এদিন জেলা ও বিভাগীয় পর্যায়ে র্যালি হবে। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন নিজেদের মত আলাদা করে কর্মসূচি করবে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে জেলা পর্যায়ে কর্মসূচি পালন করতে পারবে।